মোহাম্মদ জাহাঙ্গীর আলম :
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন ঐতিহ্যবাহী রামচন্দ্রপুরে প্রায় তিনশত বছরের পুরনো ঐতিহ্য দুর্গা উৎসব বিজয়া দশমী অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা বি এনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোল্লা গোলাম মহিউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে কাঠালিয়া কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গৌতম আচার্য্য এর সঞ্চালনায় ও রামচন্দ্রপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও দশমী উদযাপন কমিটির সহ-সভাপতি বাবু সঞ্জিত পোদ্দার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাকিব আল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মোঃ কামরুজ্জামান,
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান।
উপজেলা বি এনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন, কামাল উদ্দিন ভুইয়া যুগ্ম আহবায়ক উপজেলা বি এনপি।
উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন বিএনপি'র সভাপতি হাজী মোহাম্মদ শাজাহান, সাধারণ সম্পাদক হাজী মুজিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বাবু দুলাল দেবনাথ।
উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর সাধারণ সম্পাদক বাবু দয়ানন্দ ঠাকুর, দশমী উদযাপন পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজিব সাহা, যুগল রায়, দীনবন্ধু সরকার , অনুপম দেবনাথ, শম্ভু সাহা, রাজন ঘোষ, লিটন চন্দ্র দাস, লিটন মুক্তার, বিমল চন্দ্র দাস, চন্দন দেব,কমল দাস ও অন্যান্য সদস্যবৃন্দ সহ ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীরা।
স্থানীয়দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের সদস্য মোঃ বাবুল মিয়া, সইফুর রহমান সুমন, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন,সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, ইউনিয়ন বি এনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আলী হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য, মোঃ জয়নাল আবেদীন ছানা, বিএনপি নেতা হেলাল মোল্লাসহ ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারি বৃন্দসহ হাজার হাজার ভক্ত, এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
শুক্রবার ভোরে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা উৎসব।
