ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের হেফাজতে যুবকের মৃত্যু, এসআই গ্রেফতার



মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) : 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগ‌রে পুলিশ হেফাজতে আব্দুল্লাহ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. মহিউদ্দিনকে সাময়িক বরখাস্ত করে গ্রেফতার করা হয়েছে। 

গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ওবায়দুর রহমানকে প্রধান এবং জেলা পুলিশের (ডিএসবি) পরিদর্শক মাহিদুল ইসলামকে সদস্য সচিব করে একটি তদন্ত কমিটি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত আব্দুল্লাহর কপাল, হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকারও বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক সুরতহালে একাধিক আঘাতের দাগ পাওয়া গেছে।

ঘটনার সূত্রপাত ২৩ সেপ্টেম্বর। নবীনগরের সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামে ৫ লাখ টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্দেহভাজন হিসেবে বাঞ্ছারামপুর উপজেলার যুবক আব্দুল্লাহকে আটক করে স্থানীয়রা। পরে গণপিটুনির শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ফাঁড়িতে নেওয়ার পর আব্দুল্লাহকে চারদিন আটকে রেখে নির্যাতন চালানো হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে গত ২৮ সেপ্টেম্বর চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এ ঘটনার পরপরই পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তার নির্দেশে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মহিউদ্দিনকে সাময়িক বরখাস্ত করে গ্রেফতার করা হয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের ছোট ভাই সাকিল মিয়া বাদী হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এসআই মহিউদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া বাড়াইল গ্রামের তবি মিয়া, আলামিন, আয়নাল হকসহ ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, অভিযুক্ত এসআইকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তদন্ত কমিটি গঠন করে বিষয়টি সুষ্ঠুভাবে খতিয়ে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন