নাগরপুরে "রুপা এক্সপো কৃষক সমাবেশ" অনুষ্ঠিত

 


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

নানা আয়োজনের মধ্য দিয়ে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত হলো “রুপা এক্সপো কৃষক সমাবেশ”। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মামুদ নগর ইউনিয়নের বাঘের বাড়ি গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ উপলক্ষে কৃষকদের অংশগ্রহণে বল খেলা, ঝুড়িতে বল ফেলা ও লটারিসহ ছিল আকর্ষণীয় নানা আয়োজন। চারটি তথ্যবহুল স্টল থেকে রোপা আমন ধানের রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।


মামুদনগর ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে ও সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের এরিয়া সেলস ম্যানেজার মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, রিজিওনাল সেলস ম্যানেজার মো. ইউনুস আলী, সিনজেনটার নাগরপুরের পরিবেশক শ্রী মনীশ শীল। বক্তারা রুপা এক্সপ্রো ধানের উপকারিতা ও চাষ পদ্ধতি উপস্থিত কৃষকদের মাঝে তুলে ধরেন। অতিথিরা রুপা ধানের প্লট পরিদর্শনসহ ও খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন