পটুয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়মিত অভিযানে হিরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  



শহিদুল ইসলাম, পটুয়াখালী  প্রতিনিধি :

‎ দুমকি থানা এলাকার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক সার্কেল এর পৃথক দুটি অভিযানে তিনজন হিরোইন ব্যবসায়ী কে গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএনসি কর্মকর্তারা। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণের হেরোইন ও মোবাইল ফোন জব্দ করা হয়।
‎ ডিএনসি সূত্রে জানা যায় প্রাথমিক অভিযানটি পরিচালিত হয়দুমকি থানা লেমুখালী টোল প্লাজ এলাকায়। সেখানে মোহাম্মদ কবির গাজী ৪২ মোহাম্মদ জুয়েল তালুকদার৩৮ কে হিরোইন সহ মোট ৫০ পুরিয়া চৌদ্দগ্রাম একটি আইটেল 
মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন