ফিলিস্তিনে ইসরাইলি দখলদার বাহিনীর অমানবিক নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন


পিরোজপুর প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলী বাহিনীর অব্যাহত  অমানবিক নির্যাতন এবং জাহাজভর্তি ত্রাণ সামগ্রী, ওষুধ ও মানবাধিকার কর্মীদের জিম্মি করে রাখার ঘটনা পিরোজপুরে নিন্দা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমা শেষে পিরোজপুর টাউন ক্লাবের সামনে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন-এর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল্লাহ আল আমিন, সভাপতি মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক বাছির তালুকদারসহ পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ফিলিস্তিনের মানুষ দীর্ঘদিন যাবত ইসরাইলি দখলদার বাহিনীর অমানবিক নির্যাতন, হত্যা ও গণহত্যার শিকার হচ্ছে। শিশু, নারী, বৃদ্ধ— কাউকেই রক্ষা করা হচ্ছে না। গোটা দেশটিকে ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে।

আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা জাহাজ ভর্তি ত্রাণ ও ওষুধ নিয়ে গাজার মানুষের পাশে দাঁড়াতে চাইলে তাদেরকেও জিম্মি করে রাখা হচ্ছে। এটি শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং মানব সভ্যতার জন্যই এক কলঙ্কজনক ঘটনা।

তারা আরও বলেন, বিশ্ব শক্তিগুলো এখনো কার্যকর ব্যবস্থা নেয়নি। বক্তারা জাতিসংঘকে অবিলম্বে ফিলিস্তিনে চলমান নির্যাতন ও গণহত্যা বন্ধে শক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং জিম্মি করে রাখা মানবাধিকার কর্মীদের দ্রুত মুক্তির দাবি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন