রাজবাড়ীতে অ‌নি‌র্দিষ্টকা‌লের জন‌্য স্বাস্থ‌্য সহকারীদের কর্মবির‌তি শুরু


রাজবাড়ী প্রতিনিধি : নি‌য়োগবি‌ধি সং‌শোধন, ইন সা‌র্ভিস ট্রেনিং ও ১৪তম গ্রেডে আপ‌গ্রেডেশনসহ ৬ দফা দাবি বাস্তবায়নের ল‌ক্ষে ইপিআই ও আসন্ন টি‌সি‌ভি টিকাদান ক‌্যা‌ম্পেইনসহ সহ সকল কার্যক্রম বর্জন ক‌রে রাজবাড়ী‌তে অনির্দিষ্টকালের জন‌্য কর্মবিরতি শুরু করছেন স্বাস্থ্য সহকারীরা।

এ সময় স্বাস্থ‌্য সহকারীরা আসন্ন টি‌সি‌ভি (টাইফ‌য়েড) টিকাদান ক‌্যা‌ম্পেইনসহ সকল কার্যক্রম বর্জনের হু‌শিয়ারী দি‌য়েছেন। দাবী পুরুন না হওয়া পর্যন্ত তা‌দের কর্মবির‌তি চল‌বে ব‌লে জানান।

শ‌নিবার (৪ অ‌ক্টোবর) সকাল ৯ টায় রাজবাড়ী সদর উপ‌জেলা হেলথ এ‌্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্দ্যো‌গে উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তার কার্যাল‌য়ে এই কর্মবির‌তি শুরু হয়। চ‌লবে প্রতি‌দিন সকাল ৯টা থে‌কে দুপুর ২টা পর্যন্ত।

একই সাথে অন‌্যান‌্য উপজেলার স্বাস্থ্য সহকারী কর্মবির‌তি পালন কর‌ছেন।

এদি‌কে টিকাদান কার্যক্রম বন্ধ থাকায় ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন নতুন শিশু সহ টিকাপ্রাপ্ত শিশুরা।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী সদর উপ‌জেলা হেলথ এ‌্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপ‌তি এসএম সবুজ শাহীন, সাংগঠ‌নিক সম্পাদক জা‌হিদুল ইসলাম, সহ সাধারন সম্পাদক বাচ্চু আলী মিয়া, কোষাধ‌্যক্ষ রিজিয়া সুলতানা, সহকারী স্বাস্থ‌্য প‌রিদর্শক জিল্লুর রহমান মিয়া প্রমূখ।

স্বাস্থ‌্য সহকারীরা বলেন, আমরা দীর্ঘ দিন ধ‌রে বৈষ‌ম্যের শিকার হ‌চ্ছি। কর্তৃপক্ষ দা‌বি পুর‌ণের আশ্বাষ দি‌য়ে দীর্ঘ দিন অ‌তিবা‌হিত করলেও দা‌বি পুরুন ক‌রেন নাই। তাই বাধ‌্য হ‌য়ে ১ অ‌ক্টোবর থে‌কে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ রে‌খে অ‌নি‌দ্দিষ্ঠকা‌লের জন‌্য কর্মবির‌তি পালন শুরু ক‌রে‌ছি। আমরা চাই নি‌য়োগবি‌ধি সং‌শোধন, ইন সা‌র্ভিস ট্রেনিং ও ১৪তম গ্রেডে আপ‌গ্রেডেশনসহ ৬ দফা দাবি বাস্তবায়ন। দা‌বি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চল‌বে এবং সকল কার্যক্রম বন্ধ থাক‌বে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন