মোঃ নুর নবী জনি (সোনারগাঁ) : ফিলিস্তিনের গাঁজায় গণহত্যা ও সমুদ্রে ত্রানবাহী ফ্লোটিলার নৌবহর আটকের প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩রা অক্টোবর) বাদ জুম্না বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের আয়োজনে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা তাফাজ্জল হোসেন ফরিদি,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান,সাংগঠনিক সম্পাদক শামিম, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের বাবুল হোসেন বিজয়, যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আল আমিন তুষার প্রমূখ।
বিক্ষোভ মিছিলে মুসল্লিরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে তাদের স্বাধীনতা কামনা করেন।
