নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে মরহুম আব্দুর রহমান খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে লাড়ুগ্রাম মাঠে যুব কল্যাণ সংঘের উদ্যোগে এ খেলাটির আয়োজন করা হয়। খেলায় হাজী মো. ছিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সম্মানিত সদস্য মো.আতাউর রহমান খান কোকা।
খেলাটি উদ্বোধন করেন পিএস টু পিডি বি.আর.ডি.বি মো. আমিনুল ইসলাম খান। এ সময় আরো উপস্থিত ছিলেন পাকুটিয়া ইউ পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো.সাইফুল ইসলাম সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
খেলায় কলিয়া ক্রিড়া ও সমাজ কল্যাণ যুব সংঘ সাটুরিয়া নিরিবিলি যুব ইয়াং স্টার একাদশ কে ১-০ গোলে পরাজিত করে।
Tags
নাগরপুর
