মো: লুৎফর রহমান (খাজা শাহ্): রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। পৃথক এসব অভিযানে ৮৬৭টি মামলা করা হয়েছে। গত রোববার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে প্রকাশ, গত শনিবার (১ নভেম্বর) দিনব্যাপী ট্রাফিক-মতিঝিল বিভাগে অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ১৭৬টি মামলা হয়েছে। একই দিনে ট্রাফিক-ওয়ারী বিভাগে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৯৬টি মামলা হয়েছে। পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে মোট ১২৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগে।
এদিকে শনিবার দিনব্যাপী ট্রাফিক-মিরপুর বিভাগে অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ১০৪টি মামলা করা হয়েছে। পাশাপাশি একই দিনে ট্রাফিক-গুলশান বিভাগে ৯২টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ১৩৩টি, ট্রাফিক-রমনা বিভাগে ৪৬টি এবং ট্রাফিক-লালবাগ বিভাগে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৯৫টি মামলা করা হয়েছে। সেই সঙ্গে অভিযানকালে মোট ২৭১টি গাড়ি ডাম্পিং ছাড়াও ৯২টি গাড়ি রেকার করা হয়েছে বলে ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানাযায়।
