ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা


মো: মিলন আলীঃ কুষ্টিয়ার ভেড়ামারায় ফকিরাবাদ এলাকাবাসীর আয়োজনে মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল মঙ্গলবার (৪ঠা নভেম্বর) বিকেল ৪ টায় ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভেড়ামারায় সহকারী কমিশনার (ভুমি) গাজী আশিক বাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তার উপ পরিচালক পারভীন আক্তার, ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাজান আলী, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মকলেছুর রহমান সবুজ, উপজেলা মোকারিমপুর ইউপি সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, পৌর কৃষক দলের সভাপতি আশরাফুল আলম রিপন প্রমূখ। এসময় এলাকাবাসী প্রায় ১৬ জন মাদক বিক্রেতার নাম প্রশাসন কর্মকর্তাকে অবহিত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন