ইকরামুল হক (মারুফ), সিনিয়র রিপোর্টার :
গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর মুদাফা ৫২নং ওয়ার্ড কর্ণারটেক শের আলী রাস্তা সংলগ্ন উত্তরা প্রর্বতন সিটির জায়গায় দখল করে রাস্তা তৈরি করে ব্যবহার করার অভিযোগ উঠেছে স্থানীয় আলতাফ হোসেনের বিরুদ্ধে।
জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ৮ফিট একটি রাস্তা রয়েছে। ওই রাস্তা স্থানীয় আলতাফ হোসেন ব্যবহার করার পাশাপাশি উত্তরা প্রবর্তন সিটির জায়গাও দখল করে রেখেছে। অভিযোগ রয়েছে আলতাফ হোসেন ওই এলাকায় দুই কাঠা জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করে ভোগ দখল করে আসছে। কিন্তু তিনি মানুষ চলাচলের জন্য কোন রাস্তা রাখেননি। আলতাফ হোসেন সিটি কর্পোরেশনের রাস্তা ব্যবহার করার পাশাপাশি প্রবর্তন সিটির জায়গায়ও ব্যবহার করতে চায়। এতে প্রবর্তন সিটি কর্তৃপক্ষ তাকে চলাচলের জন্য কোন রাস্তার জায়গা দিবেন না বলে তারা জানান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের রাস্তার শেষ মাথায় বিভিন্ন সাক-সবজি চাষ করছেন আলতাফ হোসেন। এর ফলে ওই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতে পারছেন না। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এলাকাবাসীরা জানান, ওই রাস্তারটি দিয়ে মানুষ চলাচল না করার ফলে আশপাশের বিভিন্ন মাদক সেবনকারীরা মাদক সেবন করছে। কিছু দিন আগে ওখানে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে এক যুবককে খুন করা হয়। এই ঘটনার পর এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।
অপরদিকে উত্তরা বর্তন সিটির মালিক আলহাজ্ব মাহবুবুল আলম অভিযোগ করে বলেন, আলতাফ হোসেন দুই কাঠা জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করেছেন। কিন্তু তিনি চলাচলের জন্য কোন রাস্তার জায়গা রাখেননি এবং সিটি কর্পোরেশনের যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিও মানুষ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এখন তিনি আমাদের উত্তরা প্রবর্তন সিটির জায়গা দখল করার পায়তারা করছে।
তিনি বলেন, কিছুদিন পূর্বে ওই এলাকায় খুনের ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকাবাসীর নিরাপত্তার বিষয়টি মাথায় নিয়ে আমরা আমাদের জায়গায় একটি কাঁটা তারের বেড়া দিতে বাধ্য হই। বেড়া দেওয়ার পর আলতাফ হোসেন উত্তরা প্রবর্তন সিটির মালিকের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। এ বিষয়ে আলতাফ হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
