আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১১টি সংসদীয় আসনের মধ্যে ৯টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।
মো: লুৎফর রহমান (খাজা শাহ্):
গত সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির পক্ষ থেকে দলীয় কোন প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এই দুটি আসনে পরবর্তীতে প্রার্থীর নাম ঘোষণা পরে করা হবে বলে জানানো হয়েছে।
মনোনয়ন পাওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা-৪ (দেবীদ্বার) ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) জসীম উদ্দীন, কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদরদক্ষিণ, সিটি করপোরেশন) মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৮ (বরুড়া) জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আবুল কালাম, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আব্দুল গফুর ভুঁইয়া ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) কামরুল হুদা।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
