নিজস্ব প্রতিবেদক, মোঃ জালাল উদ্দিন : ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল পৌর তাফসীর পরিষদ-এর উদ্যোগে ৪৮তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বাদ এশা শ্রীমঙ্গল রেলওয়ে জামে মসজিদে শুরু হয়ে রাত দশটা পর্যন্ত এই দায়িত্বশীল সমাবেশ চলে।
পরিষদের সভাপতি আলহাজ্ব এএসএম ইয়াহইয়া-এর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মহাসম্মেলনকে সফল করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, পরিষদের উপদেষ্টা শায়খ মাওলানা মুজিবুর রহমান মুজাহিদ, মীর এম এ সালাম, হাজী আব্দুল কাইয়ুম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ আয়েত আলী, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুশ শাকুর, মুফতী মনির উদ্দিন, মাওলানা হায়দার আলী, মাওলানা আব্দুল মালিক, মাওলানা এম এ রহীম নোমানী, মাওলানা ফেরদাউস আহমদ মাধবপুরী, সংগঠনের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ আজিজুর রহমান ফটিক, মাওলানা কাজী শিহাব উদ্দিন, মাওলানা মাসুক আহমদ, মাওলানা এহসান বিন মুজাহির, মাওলানা শাহিদুর রহমান সালেহ, মাওলানা আবুল কাশেম আজাদী, মাওলানা মাহবুবুল আলম বাশার, হাফেজ মোঃ ইউনুছ খান, মাওলানা আজিজুর রহমান সিরাজী, মাওলানা মুহিব্বুল্লাহ, মাওলানা মাহফুজ আহমদ, হাফেজ আবু নোমান মুমিনসহ অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ।
সভায় জানানো হয়, আগামী ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিতব্য তাফসীরুল কুরআন মহাসম্মেলনে দেশবরেণ্য ইসলামী পণ্ডিত ও আলেমগণ অংশগ্রহণ করবেন।
তাফসীর পেশ করবেন — আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও শায়খুল হাদীস মুফতী রশীদুর রহমান ফারুক হামিদী (পীর সাহেব বরুণা), মাওলানা মাহবুবে এলাহী (পীর সাহেব উজানী), মাওলানা মোতালেব হোসাইন সালেহী, মাওলানা লোকমান সাদীসহ দেশবিখ্যাত প্রমুখ উলামায়ে কেরাম।
