নওগাঁর মান্দায় হাইকোর্টের নির্দেশ অমান্য করে গাছ কর্তন


এ.বি.এম.হাবিব :

নওগাঁ জেলার মান্দা উপজেলার চকলী শুকটিবাতান গ্রামে হাইকোর্টের নির্দেশ অমান্য করে প্রায় ১৫টি গাছ নির্মম ভাবে কেটে ক্ষতিগ্রস্থ করেছে এক অসহায় পরিবারকে।

সংবাদ পেয়ে, সরেজমিনে গিয়ে জানা যায়, স্থানীয় মোঃ ইসমাইল প্রায় ২০ বছর পূর্বে মৃত তছির হাজির ছেলে ছিমারত এর কাছ থেকে ২২ শতক জমি রেজিষ্ট্রি মুলে ক্রয় করেন। পরবর্তীতে জমির উপর দিয়ে পাকা রাস্তা হলে, রাস্তার দু,ধারে শাজিনা গাছ সহ বিভিন্ন গাছগাছালি লাগিয়ে অদবদী পর্যন্ত ভোগ দখল করে আসছেন। ছিমারত জমিটি হাড়ি মন্ডল ও কদরত মন্ডলের কাছ থেকে রেজিষ্ট্রি মুলে ক্রয় করেছিলেন। যা সকল দলিল দেখে জানা যায়।  ভুল বশত জমিটি ছিমারতের বাবার নামে রেকর্ড হয়ে থাকে। সেই রেকর্ডকে কেন্দ্র করে ছিমারতের বোন ছকিনা ও জরিনা ওয়ারিশ মুলে জমিটি দাবী করে ইসমাইলকে বিবাদী করে নওগাঁ সহকারী জজ আদালতে একটি মামলা করে, যাহা সাক্ষ্য প্রমানে মামলাটির রায় ইসমাইলের পক্ষে হয়। পরবর্তীতে তারা আবারও জজকোটে আপিল করে। এদিকে ইসমাইল গরীব ও অশিক্ষিত হওয়ায় মামলাটি সঠিক ভাবে তদবীর করতে না পারায় এবং অভাব অনটনে ঠিকমত আদালতে উপস্থিত না হতে পারায়, আদালত মামলাটির রায় ছকিনা ও জরিনার পক্ষে দেয়। পরবর্তীতে বিষয়টি ছকিনা ও জরিনার পক্ষ থেকে তাকে জানালে, ইসমাইল হাইকোর্টের শরণাপন্ন হলে, হাইকোর্ট স্টে অর্ডার দেন।

ইসমাইল, তার স্ত্রী ও স্থানীয়রা অভিযোগ করে জানান, শনিবার (৮নভেম্বর) সকাল ১০ টার সময় ছকিনার স্বামী, ইনতুল্যা, মোঃ আলহাজ্ব ছোবান,আব্দুল মালেক,আব্দুল খালেক সকলের পিতা মৃত আব্দুল ছাত্তার, মোঃ মিলন,পিতা-আলহাজ্ব ছাইদুর গ্রাম- চকলী (গঙ্গারামপুর) মান্দা নওগাঁদ্বয় দেশীয় ধারালো অস্ত্র-সস্ত্র সজ্জিত হয়ে ইসমাইল ও তার স্ত্রীর লাগানো ১৫টি শজিনা গাছ গুলো নির্মম ভাবে কেটে ফেলে দেয়। ইসমাইলের স্ত্রী কান্না জড়িত কন্ঠে বলেন,দীর্ঘদিন খুব কষ্ট করে,যত্ন করে গাছগুলো তিনি বড় করেছেন। সেই গাছে শজিনা বিক্রয় করে সংসারে খরচ ও বাচ্চাদের কাপড়, চোপড় কিনে দিতেন। সেই সকল গাছ গুলো,তার সামনেই নির্মম,নিষ্ঠুর ভাবে কেটে ফেলে দেয়। স্থানীয়রা জানান,সেখানে তারা এমন পরিস্থিতি সৃষ্টি করেছে,কেহ বাঁধা দিতে গেলে,তাকেও কেটে ফেলবে। তাই সকলের চেয়ে চেয়ে দেখা ছাড়া কোন উপায় ছিল না। ভুক্তভোগী সহ স্থানীয়রা সকলেই তাদের এমন কর্মকান্ডের জন্য আইগত ব্যাবস্থার দাবী করেন।

এ বিষয়ে বিবাদী মালেকের সাথে মোবাইলে কথা হলে,সে সবকিছু অস্বীকার করে বলেন,তারা কোন গাছপালা কাটে নাই এবং কোন ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে যান নাই, এমনিতেই দেখার জন্য কয়েকজন গিয়েছিলেন বলে জানায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন