মালিটোলা ফুটবল টুর্নামেন্ট: ২০২৫ ইং এর উদ্বোধন করেন রিয়াজ উদ্দিন রাজু ও ফজলুল হক বাবু


মো: লুৎফর রহমান (খাজা শাহ্) : ঢাকা মহানগর দক্ষিনের বংশাল থানাধীন মালিটোলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ইং এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। 

মলিটোলান্থ হাজী মাজহাররুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মঠে গত ৩১ অক্টোবর রাত ১০.৪৫মিনিট এর সময় উক্ত ফুটবল টুর্নমেন্ট উদ্বোধন করেন ৩৫ নং ওয়ার্ড পঞ্চায়েত সমাজ কল্যান পরিষদ এর যুগ্ম আহবায়ক মো: রিয়াজ উদ্দিন রাজু ও আর্তমানবতার সেবায় নিয়োজিত মফিজ উদ্দিন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মো: ফজলুল হক বাবু।

এ সময় ক্রীড়ামোদী ব্যবসায়ী মো: কবির উদ্দিন পাপ্পু, মোঃ মিন্টু, পঞ্চায়েত যুব সংঘের সম্মানিত সদস্য মোঃ রুবেল, মো: লাবু, এস কে কামাল মুসা, মো. সাকিল, মো: ইকবাল হাসান, মো: নুরু, মো: সুনাম, মো: মেসি সোহেল, হিমেল, মো: মুরাদ, মো: সায়মন, মো: বাধন, মো: ইয়ামিন সহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও চার শতাধিক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। উক্ত টুর্নমেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ লেখক ও সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক নব অভিযানের সহকারী সম্পাদক, ডেইলী নিউজবিডি অনলাইনের নির্বাহী সম্পাদক, সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় একাধিক স্বর্ণপদক পুরষ্কার প্রাপ্ত লেখক কবি কলামিষ্ঠ মো: লুৎফর রহমান (খাজা শাহ্) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। উক্ত খেলায় বিজয়ী চেম্পিয়ন দলকে ট্রফি সহ নগদ ৩০হাজার নগদ টাকা এবং রানার্স আপ দলকে ট্রফিসহ নগদ ২০হাজার টাকা পুরষ্কার প্রদান করা হবে।  উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হাফিজউদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: ফজলুল হক বাবু খেলোয়ারদের উদ্দেশ্য সুশৃংখল ও শান্তিপূর্ণ পরিবেশে খেলা পরিচালনার উপদেশ দেন এবং উক্ত টুর্ণামেন্টর চেম্পিয়ন দলকে নগদ ৫হাজার টাকা এবং রানার্স আপ দলকে ৩ হাজার টাকা পুরষ্কার প্রদানের ঘেষনা করেন। আগামী ১৬ ডিসেম্বর উক্ত খেলার মাঠে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন আনুষ্ঠানিকভাবে উল্লেখিত পুরষ্কার প্রদান করবেন বলে মালিটোলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ইং এর খেলা পরিচালনা কমিটি এ প্রতিবেদককে গত কাল এক স্বাক্ষাতে জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন