নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন : বাংলাদেশ জাতীয় সংসদের মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোঃ আহাদ মিয়া–এর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর ২০২৫) বাদ জোহর উনার নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে পরিবার, শুভানুধ্যায়ী ও শ্রীমঙ্গলবাসীর উদ্যোগে দিনব্যাপী কোরআনখানি, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে প্রয়াত এই জনপ্রিয় নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম সোহাগ, যিনি প্রয়াত নেতার স্মৃতি ধরে রাখতে গঠিত “মোঃ আহাদ মিয়া স্মৃতি পরিষদ”-এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন, তিনি প্রবাস থেকে মোবাইল ফোনে আবেগঘন কণ্ঠে বাবার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
তিনি অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “আমার বাবা ছিলেন শ্রীমঙ্গলের মানুষের অকৃত্রিম বন্ধু। তাঁর আদর্শ ও সৎ রাজনীতিই আমার প্রেরণা। আমি সবার কাছে তাঁর জন্য দোয়া চাই।”
প্রবীণ এই রাজনীতিবিদের অবদান শ্রীমঙ্গলের উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও মানবসেবায় আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্থানীয় জনগণ। তিনি ছিলেন জনপ্রিয়, সৎ ও দূরদর্শী এক জননেতা, যিনি স্থানীয় ও জাতীয় রাজনীতিতে রেখেছেন অনন্য দৃষ্টান্ত।
পরিবার ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় সকলের দোয়া চাওয়া হয়েছে।
