আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে পথসভায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়কে সামনে রেখে আগামী পাঁচ বছরের জন্য একটি ঐক্যমতের জাতীয় সরকার গঠনের চেষ্টা চলছে। সব রাজনৈতিক দলের সম্মিলিত সিদ্ধান্ত ও আগামীর জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ফুলবাড়ী পৌরশহরের বাসস্ট্যান্ড বটতলী মোড়ে উপজেলা শাখা গণঅধিকার পরিষদ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট হওয়ার পরই গণঅধিকার পরিষদ সিদ্ধান্ত নেবে কোনো জোটে যাবে কি না। দেশের পরিবর্তনের প্রশ্নে আমরা আপোষহীন। জাতির সামনে একটি সৎ, স্বচ্ছ ও জনমুখী রাজনীতির বিকল্প দাঁড় করাতে চাই।”
তিনি আরও বলেন, “পুলিশ, আর্মি, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, এমপি ও মন্ত্রী—সবার বেতন হয় জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকায়। তাই দায়িত্বশীলদের আর কোনো রাজনৈতিক দলের সামনে মাথা নত করা চলবে না। জনগণের প্রতি দায়বদ্ধ থেকে আইনের মধ্যে থেকে কাজ করতে হবে। এজন্য পুলিশের নিয়োগ ও পদোন্নতির জন্য একটি স্বাধীন কমিশন গঠন জরুরি।”
ফ্যাসিবাদী দমন-পীড়নের বিরুদ্ধে তাদের আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, “যখন দেশের মানুষের মুখ বন্ধ হয়ে যাচ্ছিল, সেই প্রতিকূল সময়ে ছাত্র-যুবক-তরুণরা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নতুন রাজনীতি শুরু করেছিল। দীর্ঘ লড়াই-সংগ্রামের পর গণঅধিকার পরিষদ আজ শক্ত অবস্থানে দাঁড়িয়েছে। ভবিষ্যতে আর যেন কোনো ফ্যাসিস্ট সরকার দেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করতে না পারে এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
পথসভায় আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সমন্বয়কারী ও দিনাজপুর-৫ (ফুলবাড়ী–পার্বতীপুর) আসনের সম্ভাব্য প্রার্থী মো. শাহজাহান চৌধুরী, উচ্চতর পরিষদের সদস্য মো. হানিফ খান সজিব, জেলা সভাপতি মো. শফিকুল ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শোভন, ফুলবাড়ী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান, সহসভাপতি নাদিম এম জিসান, সাধারণ সম্পাদক রাফসান জানিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইভেন্ট শেষে নেতাকর্মীরা গণঅধিকার পরিষদের চলমান রাজনৈতিক কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
