এসএম মিরাজ হোসাইন টিপুঃ
পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ড. সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববারের আদালতে মেয়র আইভির পক্ষে ব্যারিস্টার সারা হোসেন শুনানি করলে, বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের বিচারিক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
উল্লেখ্য, গত ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এছাড়াও গত ২৭ মে আইভীকে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত, কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম।
পরে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে তাকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।
এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর নিহত মিনারুলের ভাই নাজমুল হক, শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো তিনশ’ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় এজাহারভুক্ত ১২ নম্বর আসামী ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ড. সেলিনা হায়াৎ আইভী। পরে তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রজনতা হত্যার আরো একাধিক মামলা দায়ের করা হয়।
