গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক নরেশ চন্দ্র বিশ্বাস। গতকাল ১২ নভেম্বর বুধবার সকালে তিনি ৭ম শ্রেণির গনিত ক্লাস পর্যবেক্ষন করেন।
পরে তিনি বিদ্যালয়ের আইসিটিডি ল্যাব, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। শিক্ষক মিলানায়তনে স্কুলের অবকাঠামো উন্নয়ন সংস্কার, শ্রেণিকক্ষের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, শিক্ষকদের বিষয় ভিত্তিক ট্রেনিং এবং তা বাস্তবায়নের উপর পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দুলাল চন্দ্র বিশ্বাস, সহকারি শিক্ষক রবীন্দ্রনাথ দাস, হেলেন বিশ্বাস, সীমা বিশ্বাস, নিতাই ভক্ত,অনুপম বিশ্বাস,প্রকাশ দাস, মুহা. আলাউদ্দিন, লাবনী হীরা, চলন্তিকা বাড়ৈ, সৈকত বিশ্বাস, রাজিব বিশ্বাস, সৌরভ মজুমদার, মো: আশরাফ আলী,ফারিন সুলতানা মীম, অফিস সহকারী অসীম বিশ্বাস ও কম্পিউটার ল্যাব অপারেটর প্রভাত রায়।
জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক বলেন, বিদ্যালয়ে খেলাধুলা ও সং¯কৃতি বিকাশে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে হবে। বিদ্যালয়ের উন্নয়নে প্রধান শিক্ষক যথেষ্ট পরিশ্রম করেন তার সাথে অন্যান্য শিক্ষক কর্মচারীদের সহযোগিতা থাকতে হবে। পর্যবেক্ষন সাপেক্ষে প্রতিষ্ঠানের আর্থিক বিষয় এবং অন্যান্য কর্মকান্ড সন্তোষজনক বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
