নেত্রকোনায় উৎসবমুখর পরিবেশে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নেত্রকোণা প্রতিনিধিঃ “দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে নেত্রকোনায় উদযাপিত হয়েছে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে জেলা শহরের শহীদ মিনার মোড় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আইডিইবি নেত্রকোনা জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইডিইবি নেত্রকোনা জেলা শাখার সভাপতি এস. এম. মুসার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাদেক খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য। দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণের বিকল্প নেই। তাঁরা আরও বলেন, জাতীয় অগ্রযাত্রায় প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকাশই হবে আগামী দিনের শক্তি।

অনুষ্ঠানে জেলা আইডিইবির নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও প্রকৌশল পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন