সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজী আলাউদ্দীনের নাম ঘোষণার পরপরই ওই মনোনয়ন প্রত্যাখ্যান ও ডা. শাহিদুলের আলমের মনোনয়নের দাবি জানিয়ে কালিগঞ্জ এবং আশাশুনি উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনসহ লাগাতার আন্দোলন চলছে। এ আসনে সর্বস্তরের মানুষের প্রিয় নেতা গরীবের ডাক্তার অধ্যাপক শহিদুল আলম এর মনোনয়ন প্রদানের দাবিতে আন্দোলনের নবম দিনে কালিগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছেন মহিলারা।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে বিপুল সংখ্যক মহিলা এ বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কালিগঞ্জ উপজেলা শাখার নেত্রী মিসেস ডলি ইসলামের নেতৃত্বে উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উত্তর কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন তারালী চৌরাস্তা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা দলের আহ্বায়ক মিসেস ডলি ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি সদস্য আলেয়া খাতুনসহ মহিলা দলের নেতৃবৃন্দ এবং বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারী মহিলারা সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষকে বিজয়ী করতে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে গণমানুষের নেতা ডাক্তার শহিদুল আলমকে মনোনয়ন প্রদানের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
এর আগে গত ৩ নভেম্বর মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণার তাৎক্ষণিকভাবে বিক্ষোভ সমাবেশ, মঙ্গলবার সকাল থেকে নলতায় অর্ধদিবস হরতাল ও সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়ক অবরোধ, বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, বুধবার মানববন্ধন, বৃহস্পতিবার কালো পতাকা মিছিল করা হয়। শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালনের জন্য একদিন বিরতি দিয়ে শনিবার উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ, ৯ নভেম্বর রোববার উপজেলার চাম্পাফুল ও তারালী ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ এবং ১০ নভেম্বর (সোমবার) বিকেলে উপজেলা সদরে সনাতন ধর্মাবলম্বীরা বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেন। এসব কর্মসূচিতে বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করতে দেখা গেছে।
