মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :যশোরের বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রাম সংলগ্ন হাকর নদীর পাড় থেকে এক ছেলে নবজাতক শিশুকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে স্থানীয় গাজীপুর গ্রামের লোকজনের মাধ্যমে খবর পেয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নবজাতক শিশুটিকে উদ্ধার করেন।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌর সভার প্রশাসক ডা. নাজিব হাসান বলেন, বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামে হাকর নদীর পাড়ে একটি ছেলে নবজাতক শিশু পড়ে আছে, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটি উদ্ধারের পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গাজিপুর গ্রামের প্রাইভেট চালক কালু মিয়ার স্ত্রীর তত্ত¡াবধানে রাখা হয়েছে। নবজাতকের শারীরিক অবস্থা এখন ভালো আছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে দেখাশুনা করা হবে এবং উপজেলা শিশু কল্যান বোর্ডের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
