![]() |
| সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সংগৃহীত ছবি |
মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গত শুক্রবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ‘সেনাবাহিনী পদক’ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ দিবস উপলক্ষে গত শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধানকে এই পদক প্রদান করেন প্রধান উপদেষ্টা।
এর আগে সকালে সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।পরে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
এসময় তিনি ঢাকা সেনানিবাসে বাংলাদেশ আর্মড ফোর্সেস ‘ট্রেনিং কমপেনডিয়াম’-এর মোড়ক উন্মোচন করেন।
Tags
জাতীয়
