শার্শা বাসীর প্রতি মফিকুল হাসান তৃপ্তির বার্তা : ঐক্যই আমাদের শক্তি, বিজয়ই আমাদের গন্তব্য


মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :

বিএনপির সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি যশোরের শার্শা বাসীর প্রতি এক আবেগপূর্ণ বার্তা প্রদান করেছেন। ধানের শীষের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করার পর তিনি বলেন, “আমি আপনাদের নেতা নই, আমি আপনাদের সন্তান, ভাই ও আপনজন। শার্শার মানুষের ভালোবাসা, বিশ্বাস ও আন্তরিকতাই আমার প্রেরণার উৎস।”

তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আজ আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি, এ জন্য আমি কৃতজ্ঞ।”

তৃপ্তি আরও বলেন, “আমরা সবাই যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে চলি। তাঁদের নেতৃত্বেই জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়িত হবে।”

তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এ সময় কোনো উল্লাস, মিছিল বা আনন্দ-উদযাপনের প্রয়োজন নেই। প্রকৃত বিজয় হবে সেদিন, যেদিন জনগণের রায়ে ধানের শীষ বিজয়ী হবে এবং দেশের মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।”

তৃপ্তি দৃঢ় বিশ্বাস প্রকাশ করে বলেন, “শার্শার প্রতিটি মানুষ দলের শৃঙ্খলা মেনে চলবে। আমরা যারা মনোনয়নের প্রত্যাশী ছিলাম, সবাই এক দলের, এক আদর্শের, এক লক্ষ্যের সৈনিক। আমাদের মধ্যে কোনো বিভাজন নেই-থাকতেও পারে না।”

তিনি শেষে সবাইকে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, “চলুন আমরা সবাই একসাথে মাঠে কাজ করি, একে অপরের হাত ধরে এগিয়ে যাই। কারণ ঐক্যই আমাদের শক্তি, আর বিজয়ই আমাদের গন্তব্য।”#

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন