এ.বি.এম.হাবিব (নওগাঁ) : নওগাঁয় প্রভাব খাটিয়ে সরকারী খাস সম্পত্তির কবরস্থান থেকে প্রভাব খাটিয়ে জোরপূর্বক গাছ কেটে বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ২নংহাতুর ইউনিয়নের সাগইল গ্রামের সরকারি খাস সম্পত্তির কবরস্থান রয়েছে। স্থানীয়রা সকলে মিলে আলোচনায় সম্মত হয়, কবরস্থানের বাঁশ বিক্রয় করে, কবরস্থানের উন্নয়নকল্পে সে টাকা ব্যয় করা হবে। এ বিষয়ে রবিউল ইসলাম, জুয়েল রানা,রবিউল ২,খোরশেদ আলম নামের ব্যক্তিরা এ দ্বায়িত্ব নেয়। সে মতাবেক বাস গুলো বিক্রয় করে টাকা গুলো তাদের কাছে রেখে দেয়। কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও কবরস্থানের উন্নয়নে কোন প্রকার কাজ না করেই টাকা গুলো মেরে দেয়। পরবর্তীতে স্থানীয়রা চাঁদা তুলে জি,আই তারের খুটি দিয়ে কবরস্থানটি বেড়া দেয়। পরবর্তীতে আতোয়ার নামের সাসইল এলাকার এক ব্যাক্তির কাছে ঐ চার জন বেক্তি গ্রামের কারোর সাথে পরামর্শ বা আলোচনা ছাড়াই নিজে নিজে কবরস্থানে থাকা আমগাছ সহ বিভিন্ন ধরনের গাছ বিক্রয় করে এবং সেগুলো গাছ কাটার জন্য লোকজন পাঠায় এবং সেখানকার গাছ গুলো কেটে ফেলে দেয়।
এ বিষয়ে স্থানীয় ময়নুল ইসলামের ছেলে নাজমুল হক বাঁধা দিতে গেলে তাকে তারা বিভিন্ন ধরনের হুমকি দেয় এবং বলে,এই গাছগুলো কিনে নেওয়া হয়েছে রবিউল সহ চারজনের কাছ থেকে। নাজমুল স্থানীয় এরশাদ,সাইফুদ্দিন, ইব্রাহিমসহ লোকজনদের ডেকে নিয়ে সবাই মিলে, বাঁধা দিলে,তারা কেটে ফেলা গাছ গুলো,ফেলে রেখে চলে যায়।
এ বিষয়ে নাজমুল বাদী হয়ে মহাদেবপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি অভিযোগ দেন।
এ বিষয়ে মহাদেবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথে কথা হলে,তিনি বলেন, গাছ গুলো সরকারি হেফাজতে নেওয়া হয়েছে, এবং আইন অনুযায়ী অপরাধীদের ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
