“স্পাইক ফেস্ট ২০২৫” ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ব্র্যাক ইউনিভার্সিটির মেয়েরা



নিউজ ডেস্ক : “স্পাইক ফেস্ট ২০২৫” আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির নারী দল। শিরোপা নির্ধারণী ম্যাচে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নারী দলকে ২-১ সেটে হারিয়েছে তারা। 

ছেলেদের আসরে শিরোপা জিতেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ফাইনাল ম্যাচে ড্যাফোডিলের ছেলেরা ২-০ সেটে পরাজিত করেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশকে। 

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে দুদিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্ট স্পাইক ফেস্ট ২০২৫। ৭ ও ৮ ডিসেম্বর ২০২৫ বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে প্রাণবন্ত এ প্রতিযোগিতা ক্যাম্পাসজুড়ে সৃষ্টি করেছে উৎসবমুখর পরিবেশ।  

দুদিনব্যাপী টানটান উত্তেজনাপূর্ণ এই টুর্নামেন্টের নারী বিভাগের ফাইনালে ব্র্যাক ইউনিভার্সিটি রোমাঞ্চকর লড়াইয়ে ২–১ সেটে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেয়েদের পরাজিত করে শিরোপা জিতে নিয়েছে। রুদ্ধশ্বাস ফাইনালের প্রথম সেটটি ১১-১৫ ব্যবধানে জিতে নেয় ড্যাফোডিল ইউনিভার্সিটি। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় ব্র্যাক ইউনিভার্সিটি। ১৫-১০ পয়েন্টে এই সেটটি জিতে খেলায় সমতায় ফেরে স্বাগতিকরা। শিরোপা নির্ধারণী সেটে অসাধারণ দৃঢ়তা দেখিয়ে ১৫-১১ পয়েন্টে ম্যাচটি জিতে নেয় ব্র্যাক ইউনিভার্সিটির মেয়েরা। 

ফাইনাল শেষে দলগুলোর হাতে ট্রফি তুলে দেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম এবং রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুল অফ জেনারেল এডুকেশনের ডিন সামিয়া হক, ওয়ান ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট অ্যান্ড হেড অফ কর্পোরেট লায়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট একেএম সালাহউদ্দীন খান, এসএমসি প্লাস এর চিফ ফাইনান্সিয়াল অফিসার আবদুল বশির খান,  পূবালী ব্যাংকের জেনারেল ম্যানেজার এবং ডিভিশন হেড ফাইজুল হক শরীফ, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রবিউল আলম, জেনারেল ম্যানেজার শাহিন শাহরিয়া, স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান। 

টুর্নামেন্টে ছেলেদের বিভাগে অংশ নেয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ব্র্যাক ইউনিভার্সিটি। 

নারী বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হলো- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এবং ব্র্যাক ইউনিভার্সিটি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন