শেরপুরের ঝিনাইগাতীতে বেগম রোকেয়া দিবস ও দূর্নীতি বিরোধী দিবস পালিত


শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে । ”নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্য সামনে নিয়ে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন । পরে উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এক আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা দেয়া হয় ।  পরক্ষণে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস ”দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা দূর্নীতি বিরোধী কমিটির সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে  যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে । এ উপলক্ষে মানববন্ধন, র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলার হল রুমে উভয় দিবস উপলক্ষে বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার ভূমি অনিন্দাতা রাণী ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:এ,টি,এম ফায়েজুর রাজ্জাক আকন্দ, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, নবাগত ওসি নাজমূল হাসান, সহকারী শিক্ষক রুস্তম আলী, সাংবাদিক গোলাম রব্বানী-টিটু, জাহিদুল হক মনির সহ শিক্ষার্থী ও অদম্য নারীরা ।  বক্তারা বেগম রোকেয়ার দিবসের তাৎপর্য ও দূর্নীতি প্রতিরোধে সচ্ছতা, জবাবদিহিতা বজায় রেখে প্রত্যেক সেক্টরে দূর্নীতি প্রতিরোধে করণীয় ও পরামর্শমূলক বক্তব্য রাখেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন