ঝিনাইদহে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু



সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি :

পরিচ্ছন্ন জেলা গড়তে এবং জনদুর্ভোগ কমাতে ঝিনাইদহে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন ঝিনাইদহে স্থানীয়র সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়।

জেলা প্রশাসন ও সড়ক বিভাগের উদ্যোগে স্কাউটের সহযোগীতায় শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শুরু করে আরাপপুর জামতলা হয়ে আরাপপুর মোড়, পাগলা কানাই সড়ক, চুয়াডাঙ্গা সড়কসহ শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্ন অভিযান করা হয়। সেসময় মহাসড়কের পাশে থাকা কাঠের স্তুপ, বালি, টং ঘরসহ অস্থায়ী কাঠামো অপসারণ করা হয়। জনভোগান্তি দূর ও পরিচ্ছন্ন জেলা গড়তে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জেলা প্রশাসন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন