বিশ্বম্ভরপুরে মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ


সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার নতুন গোলগাঁওয়ে অবস্থিত মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বাৎসরিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিমন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল জব্বার।

বিশেষ অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল জব্বার বলেন, “পড়ালেখার মান উন্নয়ন করতে হলে ছাত্র, অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটিকে একসাথে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগ ছাড়া শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার ক্ষেত্রে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান অতিথির বক্তব্যে তিমন চৌধুরী বলেন, শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের বাৎসরিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন