এ.বি.এম.হাবিব-
নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম পৌর দলের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ই ডিসেম্বর) সুন্ধ্যায় সদ্য ঘোষিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জাহিদুল ইসলাম চঞ্চল এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রনি পারভেজ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সুইট হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের নওগাঁ জেলা শাখার আহবায়ক মোঃ সুমন হোসেন ও শহীদ জিয়া প্রজন্ম দলের নওগাঁ জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা স্বপন এবং শহীদ জিয়া প্রজন্ম দলের নওগাঁ জেলার সদস্য সচিব মোঃ মিনজুল হক সম্রাট সহ শহীদ জিয়া প্রজন্ম দলের নওগাঁ জেলার নেতৃবৃন্দরা উপস্থিত থেকে উক্ত এই কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের নওগাঁ জেলা পৌর কমটির নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন। তারা বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও দলের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে আশা প্রকাশ করেছেন এই কমিটির সকল সদস্যগন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংগঠনের শক্তি বৃদ্ধি, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখাই হবে তাদের প্রধান লক্ষ্য। নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের নওগাঁ জেলা পৌর সকল নেতৃবৃন্দরা উপস্থিত থেকে এই কমিটি ঘোষণা দেন। নেতাকর্মীদের মধ্যে নতুন কমিটি নিয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
