জাতীয়তাবাদী তারেক পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

 


নিজস্ব প্রতিবেদকঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে  পুস্পস্তবক অর্পণ করেছে জাতীয়তাবাদী তারেক পরিষদ। মঙ্গলবার ১৬ই ডিসেম্বর সকাল ১১ টায় সংগঠনটির নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করে। এ সময় নেতারা শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন। 

হাতে ব্যানার ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে জিয়া উদ্যানের সামনে স্লোগানের স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে তোলেন তারেক পরিষদের কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিভাগীয় কমিটি, মুন্সিগঞ্জ জেলা কমিটিসহ সর্বস্তরের নেতাকর্মীরা। 

সংগঠনের সভাপতি মো. সাইদুল ইসলাম লরেনের নেতৃত্বে এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ওয়াসিম আলম শাওন,সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান খাঁন, জাতীয়তাবাদী তারেকপরিষদের ঢাকা বিভাগের সদস্য সচিব নিজাম উদ্দিন মিজু, যুগ্ম আহ্বায়ক ও মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী তারেক পরিষদের আহবায়ক শাহ আলম সাজু, মুন্সিগঞ্জ জেলার সদস্য সচিব সেলিম আহমেদ,ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাজী আবদুর রহমান (লিটন), তারেক পরিষদ দক্ষিণের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. ইউনুস মৃধা, সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন ও কেন্দ্রীয় কমটিরি সদস্য মো. রোকনুজ্জামান রনি। ঢাকা বিভাগের কোষাধ্যক্ষ মিজানুর রহমান সুমন, সাংবাদিক সোহরাওয়ার্দী, সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত জাতীয়তাবাদী তারেক পরিষদের নেতা ও কর্মীরা।

এ সময় তারেক পরিষদের সভাপতি সাহিদুল ইসলাম লরেন বলেন, আজ মহান বিজয় দিবস আমাদের বাংলাদেশী মানুষের অত্যন্ত আনন্দের দিন। ১৯৭১ সালের এই দিনে আমাদের দেশের সোনার ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছিল। ৭১ সালের ২৫ মার্চ চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় আমরা আজকে স্বাধীন দেশের নাগরিক। গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা ছিনিয়ে এনেছি। এবংবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে ৩১ দফা  নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছে জাতীয়তাবাদী তারেক পরিষদের নেতাকর্মীরা।

তিনি আরো বলেন, ‘তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন এবং জনগণকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে আমাদের কাজ করতে হবে।’

ঐক্য, শিক্ষা, সততা, দেশপ্রেমকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। জনগণের চিন্তা-চেতনার প্রতিফলন ঘটানোই হলো আমাদের প্রধান কাজ।’ এ সময় তারেক পরিষদের সাধারণ সম্পাদক ওয়াসিম আলম শাওন বলেন, ‘জাতীয়তাবাদী বিএনপির চেতনা কর্মীবান্ধব না হয়ে জনবান্ধব হতে হবে।’

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন