নড়াইল প্রতিনিধি : ‘গায়ের কবি’ বিপুল বিশ্বাসের জন্মবার্ষিকী উপলক্ষে সাহিত্য আলোচনা, আবৃত্তি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। নড়াইল কবিতা আসরের উদ্যোগে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে সদরের নলদীরচর গ্রামে চন্দ্রাকুঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) আছাদুজ্জামান।
সভাপতিত্ব করেন খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ইকবাল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন নড়াইল কবিতা আসরের প্রচার সম্পাদক এসকে সরকার। স্বাগত বক্তব্য দেন-আগদিয়া শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ আলী মোল্যা এবং শুভেচ্ছা বক্তব্য দেন-কবি বিপুল বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা কালচারাল অফিসার আব্দুল রাকিবিল বারী, চিত্রশিল্পী বলদেব অধিকারী, অ্যাডভোকেট রমা রায়, চিত্রশিল্পী এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী, গোবরা মিত্র মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রবীন্দ্রনাথ অধিকারী, নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক কবি উজির আলী, বিকাশ বিশ্বাস প্রমুখ।
এছাড়া বিপুল বিশ্বাসকে নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন-মাগুরার বেরইল নাজির আহমেদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ধ্রুব কুমার দাম। মানপত্র পাঠ করেন-মাবিয়া খানম।
এদিকে, নবম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী আটটি বিদ্যালয়ের আটজন ছাত্রছাত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া জন্মদিন উপলক্ষে সেতুবন্ধন ফাউন্ডেশনের পক্ষ থেকে কবি বিপুল বিশ্বাসকে সম্মাননা স্মারক দেয়া হয়।
অনুষ্ঠানে আবৃত্তি করেন-কবি টিপু সুলতান, কবি মিজানুর রহমান, লিপিকা সুলতানা নীল লতা, বি এম মিজানুর রহমান, কবি সবুজ সুলতান, হালিমা খাতুনসহ অনেকে।
নড়াইল সদরের কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের সন্তান ‘গায়ের কবি’ বিপুল বিশ্বাস ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। এ পর্যন্ত তিনটি কবিতার বই প্রকাশিত হয়েছে।

