আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে কলেজ মাঠে ব্যানার, রঙিন বেলুন ও ফুলের সাজে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. আলতাফ হোসেন। নবীনদের উদ্দেশে তিনি বলেন, ‘কলেজ জীবনই ভবিষ্যৎ নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। নিয়মিত ক্লাস, শৃঙ্খলা ও অধ্যবসায়ের বিকল্প নেই।’ তিনি শিক্ষার্থীদের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আহসান হাবীব, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জাকির হোসেন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আহমেদুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামীম আকতার ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুদ্দীন এমরান। বক্তারা বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও নৈতিক চর্চায় মনোযোগী হতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মো. হুমায়ুন রেজা কবীর। তিনি বলেন, ‘ফুলবাড়ী সরকারি কলেজ একটি সুপরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান। নতুন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এখানে সব ধরনের সুযোগ রয়েছে।’ তিনি নিয়মিত পাঠদান, সহশিক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক চর্চায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তোলার পরামর্শ দেন।
নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনার আয়োজন করা হয়। জ্যেষ্ঠ শিক্ষার্থীরা নবীনদের কলেজজীবন সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের প্রভাষক মো. মোহাইমিনুল ইসলাম।
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ নানা শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে সম্পন্ন এই অনুষ্ঠানের শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
