মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সারাদেশব্যাপী প্রচারণা ও বাস্তবায়নের লক্ষ্যে 'গণভোট' নিয়ে জনসচেতনতা বাড়াতে যশোরের শার্শায় বিশেষ প্রচারণা চালিয়েছে বিশেষায়িত যান 'সুপার ক্যারাভান'।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ক্যারাভানটি উপজেলার বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবস্থান করে প্রচারণা চালায়। ভোটের গাড়িটি নির্বাচন ও গণভোট বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করছে।
এই প্রচার কাযর্ক্রম উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ ।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার(ভুমি) নিয়াজ মাকদুম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়া মাহমুদ রঞ্জু,শার্শা থানার ওসি মারুফ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ সাধারণ জনগণ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার ও গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরাই এই প্রচারণার মূল লক্ষ্য। এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুস্থ, সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন।
