নড়াইল প্রতিনিধি : নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষদিনে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আবদুল ছালামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, সাবেক সহসভাপতি আসাদুজ্জামান, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান ও শরীফ মুনীর হোসেন।
এছাড়া রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চত্বরে আরো উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, নড়াইল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল মোস্ত, নড়াইল পৌর বিএনপির সাংগঠনিক আরমান আলী খান, নড়াইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক নবির হোসেন, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, লোহাগড়া পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মুসা মোল্যা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, হবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম টিংকু, বিএনপি নেতা প্রকৌশলী জিয়াউর রহমান লোটাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র দাখিলের পর বিএনপি প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ বলেন, অবহেলিত নড়াইলের উন্নয়নে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ছয়লেন সড়ক, নদী ভাঙন প্রতিরোধ, জেলা ও উপজেলা হাসপাতালে স্বাস্থ্যসেবার উন্নয়নসহ বাসযোগ্য নড়াইল গড়তে উদোগী হবো। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সবাই ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।
এদিকে, জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নড়াইলের দু’টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি এবং স্বতন্ত্রসহ মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে নড়াইল-১ আসনে ১৫টি এবং নড়াইল-২ আসনে নয়টি মনোনয়ন জমা পড়েছে।
