নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সীতাকুণ্ডে উৎসবমুখর পরিবেশে কদম রসুল প্রিমিয়ার লীগ মিনিবার ফুটবল কেপিএল সিজন–৪ এর উদ্বোধন হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে কেপিএল গ্রাউন্ডে উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর এবং দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা কখনোই শুধুই শারীরিক ব্যায়াম নয়। এটি শরীর ও মনকে সুস্থ রাখার শক্তিশালী উপায়। খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ করে, সঠিক পথে রাখে এবং তাদের নানা ধরনের অপরাধ থেকে দূরে থাকতে সাহায্য করে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শেষ। এই সময়টা অনেক তরুণ ভুল অভ্যাস বা মোবাইল আসক্তিতে ঝুঁকে যাওয়ার আশঙ্কা থাকে। এমন সময়ে কেপিএলের মতো আয়োজন তরুণদের মাঠে ফিরিয়ে আনে, ইতিবাচক কাজে যুক্ত রাখে এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করে।
তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে যুক্ত রাখতে এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং সমাজকে আরও প্রাণবন্ত করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইফতেখার আহমদ জুয়েল, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর আল কাইয়ুম চৌধুরী, কুমিরা প্রিমিয়ার ক্লাবের সভাপতি মুখলুম জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ডা. মুহাম্মদ দিদারুল আলম, আবু সুফিয়ান শিবলু এবং আবু রায়হান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিউ যুব সাথী ক্লাবের সভাপতি মোঃ নুরুল আলম। স্বাগত বক্তব্য দেন কেপিএল কর্মকর্তা প্রভাষক আবু সাঈদ শাহীন।
উদ্বোধনী ম্যাচকে ঘিরে পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। খেলোয়াড়দের দৃঢ় মনোভাব ও দর্শকদের উচ্ছ্বাসে কেপিএল সিজন–৪ রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
এবারের প্রতিযোগিতায় মোট দশটি দল অংশ নিচ্ছে। এর মধ্যে অন্যতম “The Boss” দলের স্পন্সর হিসেবে রয়েছেন চট্টগ্রাম–৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোঃ সালাউদ্দিন। উদ্বোধনী দিনে মাঠে নামে আল ইত্তেহাদ ও আল সাবাব দল।
