ঝিনাইদহ সদর হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়



সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর পৌর এলাকার মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন ঝিনাইদহ জেলা প্রশাসন।

রবিবার (১১ জানুয়ারি)  বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো:আব্দুল্লাহ আল মাসউদ, জেলা নির্বাচন অফিসার মো: আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরা বেগম, বাংলাদেশ হিন্দু বৈদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক তপন বিশ্বাস,সদস্য সচিব প্রহল্লাদ সরকার, বাংলাদেশ পূজা উদযাপন ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক দীপঙ্কর ঘোষ,সদস্য সচিব বিজন কুমার ঘোষ সহ ঝিনাইদহের সনাতনী সম্প্রদায়ের লোকজন।

এ সময় জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচন সংক্রান্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। একই সাথে সনাতন ধর্মাবল্বীদের পাশে থাকার অঙ্গিকার  করেন জেলা প্রশাসক এবং তাদের পূজা সহ সব ধরণের ধর্মীয়  অনুষ্ঠানে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন