আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ৪হাজার ৮শ' পিস ভারতীয় ট্যাপেন্টাডল সহ হোসেন আলী (২৮) নামে এক জনকে আটক করেছে বিজিবি। আটক হোসেন আলী উপজেলার হাঁপানিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে বলে জানা গেছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ৬ টায় নওগাঁ জেলার সাপাহার থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ হাঁপানিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল কৃষ্ণ সদা নামক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ৪৮০০ পিস, মোবাইল ১টি, ভারতীয় সীম কার্ড ১টি এবং ব্যাগ ১টিসহ একজনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার সাপাহার থানায় মামলা দায়ের পূর্বক মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল সহ পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু মাদক পাচার অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন মেজর মোঃ শফিকুর রহমান, অতিরিক্ত পরিচালক, ভারপ্রাপ্ত অধিনায়ক নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)
