সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঝিনাইদহে জেলা পুলিশের বিশেষ টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। কঠোর ব্যবস্থা গ্রহন করা হচ্ছে অবৈধ যানবাহনের বিরুদ্ধে । বৃহঃপতিবার সকাল ১১ টাই জেলা পুলিশের আয়োজনে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তা জোরদার করতে টহল ও চেকপোস্ট বসানো হয়।
বিশেষ করে শহরের পায়রাচত্বর, চুয়াডাঙ্গা স্টান্ড, বাসটার্মিনাল, হামদহ, আরাপপুর সহ বিভিন্ন গুরুত্বপূর্নস্থানে চেকপোস্ট বসানো হয়েছে। নির্বাচনী সময় কোন ধরনের সহিংসতা, নাশকতা, ও অবৈধ কর্মকান্ড যেন সংগঠিত না হয় সেজন্য বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এসময় কাগজপত্রবিহীন যানবাহন, অবৈধ মোটরসাইকেল ও সন্দেহজনক যানচলাচলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। আগামী পনেরো দিন চলবে এ অভিযান।
Tags
ঝিনাইদহ

