নওগাঁর মান্দায় প্রার্থীর নিজ ইউনিয়নে জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু

এ.বি.এম. হাবিবুর রহমান : নওগাঁর মান্দা উপজেলায় নিজ ইউনিয়নে জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ১০ দলীয় জোট জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নুরুল্যাবাদ ইউনিয়নের নুরুল্যাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দলীয় জোটের উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভাকে ঘিরে বিকেল থেকেই বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হয়। এতে নুরুল্যাবাদ ইউনিয়নে এক উৎসবমুখর রাজনৈতিক পরিবেশের সৃষ্টি হয়।

উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা আমীর এবং নওগাঁ-৪ (মান্দা) আসনে ১০ দলীয় জোটের মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

তিনি বলেন,“নতুন বাংলাদেশ গড়তে হলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও পুকুর দখলের রাজনীতি বন্ধ করতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠাই হবে আমাদের লক্ষ্য।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নওগাঁ জেলা কর্মপরিষদের সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন। তিনি বলেন, “মান্দার মানুষ বহু বছর ধরে উন্নয়নের নামে দুর্নীতি ও অবিচারের শিকার হয়েছে। এবার মানুষ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে।”

মান্দা উপজেলা আমির ডা. আমিনুল হক তাঁর বক্তব্যে বলেন,“জুলাই আন্দোলনের অভ্যুত্থানের মাধ্যমে প্রণীত জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ। তিনি বলেন, দেশের মানুষ আজ দখল, দুর্নীতি ও বৈষম্যের রাজনীতি থেকে মুক্তি চায়। ১০ দলীয় জোট সেই বিকল্প শক্তি, যারা জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপসহীন। একটি সুশাষিত রাষ্ট্র গড়তে হলে এই জোটের প্রার্থীকে বিজয়ী করার কোনো বিকল্প নেই।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক ও মান্দা উপজেলা আহ্বায়ক সেলিম হোসেন, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মুফতি মাওলানা মাহমুদুল হাসান, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান ও মাস্টার রফিকুল ইসলাম। বক্তারা বলেন, ইসলামি মূল্যবোধ ও ন্যায়নীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করলেই প্রকৃত উন্নয়ন নিশ্চিত হবে।

বক্তারা আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও দখলমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী খন্দকার আব্দুর রাকিবকে বিজয়ী করতে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভা শেষে নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করতে নেতাকর্মীদের সাংগঠনিকভাবে মাঠে থাকার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন