খাগড়াছড়িতে স্থানীয় মৌজা প্রধান, কার্বারী, জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত


মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলা মানিকছড়ি যোগ্যাছোলাতে স্থানীয় মৌজা প্রধান, কার্বারী, জনপ্রতিনিধি ও গ্রাম ভিত্তিক গঠিত মারমা মহিলা সমিতি সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সোমবার সকাল সাড়ে ১১ টায় সময় যোগ্যাছোলা হেডম্যান পাড়া প্রাঙ্গণে এই মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটি চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

মতবিনিময় সভা বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ জেলা কমিটি সহ সাধারণ সম্পাদক অংগ্য মারমা সঞ্চালনায় মানিকছড়ি উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক থোয়াই অংগ্য মারমা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও সংগঠনে সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা, সদস্য সাথোযাইপ্রু চৌধুরী, মানিকছড়ি উপজেলা বিএনপি আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব, খাগড়াছড়ি জেলা কমিটি মারমা ঐক্য পরিষদে যুগ্ম সাধারণ সম্পাদক অংহ্লাপ্রু মারমা, গুইমারা উপজেলা শাখা মারমা উন্নয়ন সংসদ সভাপতি চাইরেপ্রু মারমা, গঞ্জপাড়া সমাজসেবক দোঅংগ্য মারমা, ছদুরখীল কার্বারী অংসা কার্বারী, গঞ্জপাড়া মহিলা সমিতি সভাপতি সুইনাই মারমা, কালাপানি মারমা মহিলা সমিতি সভাপতি মিসাইন্দা মারমা প্রমূখ।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সহ-সভাপতি সুইহ্লাপ্রু মারমা, যুগ্ন সম্পাদক ক্যজরী মারমা, উপজেলা বিএনপি সদস্য সচিব মোঃ মীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ কাশেম চেয়ারম্যান, সদস্য মোঃ ডাঃ আলমাছ, জেলা সেচ্ছাসেবক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম (রকি), জেলা কমিটি মারমা যুব  ঐক্য পরিষদ সভাপতি ইঞ্জিঃ ক্যরী মগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা, মানিকছড়ি উপজেলা শাখা সভাপতি আপ্রুসি মগ, সাধারণ সম্পাদক আম্যে মগ, যোগ্যাছোলা গ্রাম প্রধান ক্যজাই কার্বারীসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ম্রাসাথোয়াই মারমা বক্তব্য বলেন, যোগ্যাছোলাতে মারমা ঐক্য পরিষদে নেতৃবৃন্দ পঁচিশটি বছর সংগঠনে জন্য ত্যাগ স্বীকার করেছে। তারা সংগঠনে জন্য পরিশ্রম ও জেল জুলুম অত্যাচার সহ্য করে সংগঠনটা টিকে রেখেছে। আগামীতে ত্যাগী কর্মীদের মাধ্যমে জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডসহ সরকারের সহযোগিতা নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজসহ মারমা মাতৃভাষা শিক্ষা, ক্লাব, লাইব্রেরি গঠনে উদ্যোগ গ্রহন করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন