![]() |
| মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র স্ত্রীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর পোস্ট করার অভিযোগে সৈয়দ শাহীন ওরফে ‘টাক শাহীন’কে গ্রেফতার করেছে পুলিশ। ছবি : প্রতিনিধি |
হাফেজ নজরুল, মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র স্ত্রীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর পোস্ট করার অভিযোগে সৈয়দ শাহীন ওরফে ‘টাক শাহীন’ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। ধৃত শাহীন যাত্রাপুর গ্রামের মৃত সৈয়দ আবদুস ছাত্তারের ছেলে ও জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর উপজেলা যুগ্ম আহবায়ক এবং কামিনী মোহন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক প্রতিনিধি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে অভিযুক্ত শাহীন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রা.)-সহ নবীজির পবিত্র স্ত্রীদের নামে মানহানিকর মন্তব্য ও বিকৃত তথ্য প্রচার করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র জনরোষের সৃষ্টি হয়। সোমবার স্থানীয় ছাত্র-জনতা ও ওলামায়ে কেরাম বিক্ষোভ সমাবেশ করে অভিযুক্তকে গ্রেফতার ও শাস্তির দাবিতে ১২ ঘণ্টার আল্টিমেটাম দেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সোমবার বিকেলে তাকে গ্রেফতার করে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিল হাসান খান জানান, সামাজিক সম্প্রীতি রক্ষা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তাকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
