নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর পক্ষে ধানের শীষ প্রতীকে নির্বাচনে বিজয় করার লক্ষ্যে বিশাল মিছিল বের করা হয়েছে । শুক্রবার বিকালে ভাদ্রা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো.ছায়দুল রহমানের নেতৃত্বে পটল ব্রিজ থেকে এক বিশাল মিছিল বের করা হয়।
মিছিলটি বিভিন্ন গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে বনগ্রাম চৌরাস্তা শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো.নজরুল ইসলাম, শ্রমিকদলে সাধারণ সম্পাদক গোলাম মাওলা মোস্তফাসহ ইউনিয়ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Tags
নাগরপুর
