বংশাল থানার নতুন ওসি হলেন মাহফুজুল হক

ডিএমপি বংশাল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) এ. কে. এম. মাহফুজুল হক। ছবি : ডেইলি নিউজ বিডি

মো: লুৎফর রহমান (খাজা শাহ্) : দুষ্টের দমন শিষ্টের পালনে বহুল প্রসংশিত পুলিশ পরিদর্শক

 এ. কে. এম. মাহফুজুল হক ডিএমপি বংশাল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে সম্প্রতি যোগদান করেছেন। এর পূর্বে তিনি ডিএমপি নিউ মার্কেট থানায় পুলিশ পরিদর্শক ওসি পদে কর্মরত ছিলেন। তিনি বিদায়ি ওসি মোঃ রফিকুল ইসলামের স্থলাভিসিক্ত হলেন।

এ প্রতিবেদক দৈনিক নবঅভিযানের সহকারী সম্পাদক, ডেইলি নিউজ বিডি অনলাইনের নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট লেখক মো: লুৎফর রহমান (খাজা শাহ্) এর সাথে গতকাল এক সৌজন্য সাক্ষাতে ওসি এ. কে. এম.  মাহফুজুল হক বংশাল থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও সামাজিক শান্তিশৃঙ্খলা রক্ষায় স্থানয়ী রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, ছাত্র/শিক্ষক ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রাসঙ্গিক সহযোগীতা কামনা করে তার মতামত ব্যাক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন