![]() |
| টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত বাংলাদেশি শিশু হুজাইফা আফনান (৯) | ছবি: সংগৃহীত |
এস এম সোহেল, কক্সবাজার জেলা প্রতিনিধি : কক্সবাজার জেলার টেকনাফ সীমান্তের ওপারে মায়ানমারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ থেকে ছোড়া গুলিতে আহত হয় বাংলাদেশের শিশু আফনান (৯)।
অন্যদিকে মিয়ানমার বাহিনীর গুলিতে টিকে থাকতে না পেরে প্রাণে বাঁচতে ৫০ জন মিয়ানমারের সন্ত্রাসী সদস্য বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করলে তাদেরকে গত রবিবার (১১ জানুয়ারি) ভোরে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় আটক করেছে বিজিবি।
এদিকে, গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনান (৯) এর অবস্থা এখনো আশঙ্কাজনক। একই সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হওয়া যুবক মো. হানিফের অবস্থাও সংকটাপন্ন। আহত দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চিকিৎসক সূত্রে জানা গেছে, হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছে নয় বছর বয়সী শিশু হুজাইফা। আর ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা চলছে যুবকের।
চিকিৎসকরা জানান, গতকাল ভোর ৪টা পর্যন্ত মাথায় অস্ত্রোপচার করেও শিশুটির গালের একপাশে গুলিটি বের করতে পারেননি তারা। গুলিটি শিশুটির মাথার গভীরে ঢুকে গভীর ক্ষত সৃষ্টি করেছে। আপাতত অস্ত্রোপচারের মাধ্যমে ক্ষতস্থান পরিষ্কার করে দেয়া হয়েছে। তাকে অস্ত্রোপচার করেছে নিউরো সার্জারির বিশেষজ্ঞ টিম। তবে গুলিটির অবস্থান খারাপ জায়গায় হওয়াতে সার্জনরা ঝুঁকি নেননি।
