চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন



রনজিত কুমার শীল, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন দেওয়ানজী পুকুর পাড়ের দুর্গা মন্দিরের সামনে ৫ম তলা বিশিষ্ট ‘শ্যাম সাগর ভিলা’র ৩টি অবৈধ প্রি-পেইড গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কেজিডিসিএল)। অভিযোগের ভিত্তিতে আজ ৫ জানুয়ারি সোমবার সকালে কেজিডিসিএল’র ভিজিল্যান্স টিমের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে ৭টি প্রি-পেইড গ্যাস সংযোগের সাথে যুক্ত থাকা ৩টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রাইজার খুলে নিয়ে যান। কেজিডিসিএল’র মহাব্যবস্থাপক (ফিন্যান্স ডিভিশন) মোহাম্মদ খায়রুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেওয়ানজী পুকুর পাড় এলাকার ‘শ্যাম সাগর ভিলা’ নামক ৫ম তলা বিশিষ্ট বিল্ডিংয়ে অনুমোদিত মোট ৭টি বৈধ প্রি-পেইড গ্যাস সংযোগ ছিল। বিল্ডিংটির মালিক পক্ষ কেজিডিসিএল কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে বৈধ ৭টি প্রি-পেইড সংযোগের মিটারের সাথে অবৈধভাবে আরও ৩টি গ্যাস সংযোগ স্থাপন করে সরকারের রাজস্ব ফাকি দিয়ে আসছে। মালিক পক্ষ বিল্ডিংটির বিভিন্ন ইউনিটের গ্যাসের প্রি-পেইড মিটারের সাথে এসব অবৈধ গ্যাস সংযোগ সংযুক্ত করার বিষয়টি অভিযোগ হিসেবে পাওয়ার পর কেজিডিসিএল’র ভিজিল্যান্স টিমের সদস্যরা সেখানে উপস্থিত হলে আিভযোগের সত্যতা মেলে। পরে বৈধ সংযোগের সাথে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।

এ ব্যাপারে জানতে চেয়ে ‘শ্যাম সাগর ভিলা’র জমিদার শ্যাম বিশ্বাস জনির মোবাইলে ফোন করলে তিনি রিসিভ করেননি। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন