ঝিনাইদহ নূরজাহান প্রাইভেট ক্লিনিক চিকিৎসার অবহেলায় ১ প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ



সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলার, শৈলকুপা উপজেলা গত ১২/০১/২০২৬ তারিখে নূরজাহান প্রাইভেট ক্লিনিকে পূর্ণিমা নামে ১ জন প্রসূতি মায়ের সিজার  করেছে ডাঃ গোলাম রহমান। মা এবং  নবজাতক শিশু আশংখা জনক। পরবর্তীতে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করে সেখানে  মা পূর্ণিমার মৃত্যু হয়।

জানা যায়, ঝিনাইদহে, শৈলকূপা উপজেলার, নূরজাহান প্রাইভেট ক্লিনিকে ডাঃ গোলাম এর নিকট চিকিৎসার জন্য যায়, ডাক্তারের অবহেলার  কারণে অপারেশন সময় পূর্ণিমা  নামের প্রসূতি  মায়ের পরিস্থিতি আসংঙ্কাজনক হয় এবং নবজাতক শিশু ও আশঙ্কাজনক। পরবর্তীতে কুষ্টিয়া সদর হাসপাতালের রেফার্ড করলে ১৩/০১/২০২৬ রোজ মঙ্গলবার অদ্য ৭:১৫ ঘটিকায় কুষ্টিয়া সদর হাসপাতালে  প্রসূতি মায়ের মৃত্যু হয়। এই মৃত্যুতে নিহতের পরিবার সুষ্ঠু  তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে সঠিক  বিচারের দাবি করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন