শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে দুইজনের কারাদন্ড প্রদান


গোলাম রব্বানী-টিটু:(শেরপুর)প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উজেলায় আজ রোববার ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত অবৈধ বালু উত্তোলণ ও পরিবহনের উপর অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী অফিসার আশারাফুল আলম রাসেল । অভিযানে দুইজনকে অবৈধ বালু পরিবহনের দায়ে কারাদন্ড পদান করা হয়েছ্রে । দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার হালচাটি গ্রামের মো. জসিম উদ্দিন (২২) ও চাপাঝোড়া গ্রামের রাকিবুল ইসলাম (২০)।  এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে অভিযানের সময় একটি মাহিন্দ্র ট্রাক ও ছয়টি ব্যাটারিচালিত ভ্যান আটক করা হয়। প্রশাসনের অভিযান দেখে অন্যরা দৌঁড়ে পালিয়ে যায়। দীর্ঘদিন থেকে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্যেও এক শ্রেণীর অবৈধ বালু ব্যবসায়ীরা আইনকে তোয়াক্কা না করে বালু উত্তোলন ও পরিবহন অব্যাহত রেখেছে । এ ব্যাপারে উপজেলার ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন অভিযান অব্যাহত রয়েছে । অবৈধ বালুর ব্যাপারে কোন ছাড় নয় তাদেরকে চিহ্নিত করে বালু খেকোদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে জানান ।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন