সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রকৃত সংবাদকর্মীদের কল্যাণেই কাজ করছে —মুহাম্মদ আব্দুল্লাহ

ঝালকাঠিতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমডি মুহাম্মদ আব্দুল্লাহ


মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) : বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, তথ্য মন্ত্রণলায়ের অধীনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) পরিচালিত হয়। এসব প্রতিষ্ঠানে যোগ্য সাংবাদিকদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে কর্মকর্তা নিয়োগ করা হয়। পরিচালিত সবকিছুই সরকারি কার্যক্রম। তিনি বলেন, রাষ্ট্রিয় কোষাগারের অর্থ থেকেই সাংবাদিকদের সহায়তা করা হয় ট্রাস্টের মাধ্যমে। জনগণের ট্যাক্সের টাকায়ই এসব সহায়তা করা হয়।

সাংবাদিকদের সন্তানের লেখাপড়ার জন্যও সহায়তাস্বরূপ মাসিক বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনলাইন প্ল্যাটফর্ম থেকে সবকিছুর সর্বশেষ তথ্য সম্পর্কে অবহিত হতে হবে। প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ভাতা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। অনুমোদনের জন্য অপেক্ষায় আছি, চূড়ান্ত অনুমোদন পেলে ব্যবস্থা নেয়া হবে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সহায়তা পেতে দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের পক্ষ থেকেই আবেদন কম করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সাংবাদিকদের মধ্যে দ্বিতীয় কিস্তির চেক বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি মুহাম্মদ আব্দুল্লাহ এসব কথা বলেন।

গত মঙ্গলবার ঝালকাঠির জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক পরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল হাসান, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল। বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান, সাংবাদিক আসাদুজ্জামান, পিরোজপুর প্রেস ক্লাব সভাপতি জহিরুল হক টিটুসহ আরো অনেকে। উল্লেখ্য, বরিশাল বিভাগের চার জেলার ২৭ জনকে অনুদানের ১৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন