বাংলাদেশ সমাজসেবা অফিসার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের শোক প্রকাশ



মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) : বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রধান নেত্রী, বাংলাদেশের ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ সমাজসেবা অফিসার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি (ভারপ্রাপ্ত) আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ এবং মহাসচিব (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রশিদ সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের পক্ষ থেকে সম্প্রতি গভীর শোক জ্ঞাপন করেছেন। বাংলাদেশ সমাজসেবা অফিসার্স অ্যাসোসিয়েশন বিশ্বাস করে, দেশের সামাজিক উন্নয়ন, মানবকল্যাণ ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর কর্মময় জীবন, নেতৃত্ব ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় ও প্রেরণার উৎস হয়ে থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন